শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে ফাতেমা আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কচুয়াকাঠী গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশু ফাতেমা ওই গ্রামের শহীদুল ইসলাম সেখের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে ফাতেমা বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় ফাতেমাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, হাসতালালে আনার আগেই ফাতেমার মৃত্যু হয়।