বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
আগমনি ফুল
শিরিনা আফরোজ
আমার সোনার বাংলা!
তুমি বিজয়ীর বেশে হও
ভোরের আকাশে ওঠা
আলোকিত এক সূর্য!
আমার সোনার বাংলা
তুমি বঙ্গবন্ধুর
আজীবন সংগ্রাম
বুকের রক্তে কেনা
মুক্তির রণতুর্য ।
আমার সোনার বাংলা
তুমি শেখ হাসিনার
দৃপ্ত শপথে ফোটা
সারা বিশ্বের বিস্ময়ের ফুল।
আমার সোনার বাংলা
তোমার আঙিনা জুড়ে
ছড়িয়ে ছিটিয়ে আছে
কোটি কোটি আগমনি ফুল।
এ ফুলের সৌরভে
মন ভরে গৌরবে
ঘরে ঘরে উচ্ছাস,
আনন্দ উল্লাসে জাতি মশগুল।