বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে ইন্দুরকানী এলজিইডি একতা সংঘকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পিরোজপুর নিউ বয়েজ ফুটবল একাদশ।
শনিবার ২৪ আগস্ট বিকেলে ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে ইন্দুরকানী যুব সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রথম অর্ধে পিরোজপুর নিউ বয়েস ১-০ গোলে এগিয়ে থাকলেও এলজিইডি একাদশ খেলার শেষ মুহূর্তে গোল পরিশোধ করলে ট্রাইবেকারে খেলা গড়ায়। ট্রাইবেকারে ৪- ২ গোলে ইন্দুরকানী এলজিইডি একতা সংঘকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পিরোজপুর নিউ বয়েজ ক্লাব।
এসময়ে হাজারো দর্শকের মাঝে খেলা উপোভোগ করেন উপজেলা চেয়ারম্যান এড.এম মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান মিন্টু, পাড়েরহাট ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন হাওলাদার, ক্রীড়া ব্যক্তিত্ব আনিসুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারন সম্পাদক শাহীন গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা,প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন বাবু, খেলা কমিটির সভাপতি ফোরকান আহমেদ রাজু, মুন্না নাসির প্রমুখ।