মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্র নায়ক জায়েদ খানের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এইচ. এম. ফারুক হোসাইনের সভাপতিত্বে মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, ইন্দুরকানী এম.ইউ. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ আরিফুজ্জামান, প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক মারুফুল ইসলাম, কোষাধ্যক্ষ কে.এম শামীম রেজা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক, ওসি (তদন্ত) মোঃ জুলফিকার , শিক্ষক, জনপ্রতিনিধি ও সাপোর্ট মানব কল্যান সংস্থার নেতৃবৃন্দ।
পরে জায়েদ খান ইন্দুরকানী সরকারী কলেজে বৃক্ষরোপন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি সাপোর্ট মানব কল্যান সংস্থার মাধ্যমে দুস্থ্যদের মাঝে বস্ত্র বিতরণ এবং ইন্দুরকানী প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন।