বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,দোয়া মোনাজাত এবং কেক কাটেন ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ন-সম্পাদক মনিরুজ্জামান সিকদার, সাইদুর রহমান সাইদ,পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর,সাধারন সম্পাদক শাহীন গাজী, সহ- সভাপতি আব্দুল মজিদ হাওলাদার, যুগ্ন-সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, আল-আমীন হাওলাদার,দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ,প্রচার সম্পাদক বাদশা হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।