রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের চিহ্নও থাকবে না। এমনকি তারা ১০টি আসনও পাবে না। তাই সময় থাকতে পদত্যাগ করুন নইলে পরে কিন্তু পালানোর পথ পাবেন না।
মির্জা ফখরুল আজ শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন। খুলনায় সোনালী ব্যাংক চত্বরে দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। তিনি বলেন, জনসমর্থন নেই বুঝতে পেরে সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। কিন্তু জনগণের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করা যায় না। সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃখলা বাহিনীর বাধার ব্যাপারে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দিয়েছেন। খুলনাবাসী অসাধ্য সাধন করেছেন। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে নরকে পরিণত করে দিয়েছে উল্লেখ করে সমাবেশে মির্জা ফখরুল বলেন, খুলনাকে দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জন্য আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই। সমাবেশে আসা নেতা-কর্মীদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজারের ওপর আহত হয়েছেন। এ সময় সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কি এই নির্বাচন কমিশনকে মেনে নেবেন? নেতা-কর্মীরা বলেন, ‘না, না।’ দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সরকার ইতোমধ্যে ব্যাপক ক্ষতি করে ফেলেছে। এখন সময় সরকার উৎখাত করে দেশকে রক্ষা করার। অসুস্থ বোধ করায় এই পর্যায়ে তিনি বসে বক্তব্য দেওয়ার জন্য নেতা-কর্মীদের কাছে অনুমতি চান। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বলেছিলেন বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। তবে কেন সম্ভাব্য দুর্ভিক্ষ নিয়ে আশঙ্কা করছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে ভয় দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। আন্দোলন করা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে। স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে গণঅভ্যুত্থান হবে।