রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম টিটু:
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘরের পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে মারিয়া আক্তার নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই গ্রামের বাবু হাওলাদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মনিয়ারা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা বৃষ্টি আক্তার দুপুরে রান্না করতে ছিলেন এ সময় মারিয়া তার বোনের সাথে সামনে খেলা করছিল। এরপর সবার অজান্তে মারিয়া ঘরের পাশে জমে থাকা ডোবার মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা বৃষ্টি আক্তার তার মেয়েকে ঘরের সামনে না দেখে আশপাশে খুঁজাখুঁজি শুরু করেন । পরে শিশুটিকে ডোবার মধ্যে তাকে ভাসতে দেখেন তার মা। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে চন্ডিপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুটির এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।