রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । মঙ্গলবার উপজেলা মিলনায়তনে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতি গুলোর প্রতিনিধি ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাজী চেয়ার প্রতিক নিয়ে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদন্ধী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তিনবার নির্বাচিত সাবেক বিআরডিবি চেয়ারম্যান নাসির উদ্দিন শেখ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী হন যুবলীগ সম্পাদক শাহিন গাজী। এছাড়া উপজেলা যুবলীগের সহ- সভাপতি জাহাঙ্গির কাজী ছাতা প্রতিক নিয়ে পেয়েছেন ২ ভোট, ইন্দুরকানী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ আজিজ হাওলাদার গরুর গাড়ি প্রতিক নিয়ে কোন ভোট পাননি।
বাকি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মো. হাবিবুর রহমান সেপাই, পরিচালক পদে আব্দুল সালাম সিকদার, আব্দুল লতিফ সিকদার, সামসুল আলম খান, হাবিবুর রহমান হাওলাদার ও রফিকুল ইসলাম গাজী।