মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৯:২০ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি’র) প্রতিষ্ঠাতা সভাপতি ও পত্তাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা জেপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
(৪ নভেম্বর) শুক্রবার বিকালে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি’র) দলীয় কার্যালয়ে উপজেলা জেপি’র কো-আহবায়ক শহিদুল ইসলাম দোদুলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমান, উপজেলা জেপি’র সদস্য সচিব ও ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা জেপির’র যুগ্ন আহবায়ক কাওসার উদ্দিন আহমেদ দুলাল, যুগ্ন সদস্য সচিব মনিরুজ্জামান রানা,২ নং পত্তাশী ইউনিয়ন জেপি’র সভাপতি এনামুল কবির, ৩ নং বালিপাড়া ইউনিয়ন জেপি’র সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন হাওলাদার,উপজেলা যুব-সংহতির সভাপতি মজনু হোসেন রনি, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লাভলু ,উপজেলা ছাত্র সমাজের সভাপতি জসিম মীর সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি জেপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বপন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার উপজেলার দুটি ইয়াতিম খানায় কোরআন খতম, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত এবং ইয়াতিম খানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের রুহ্হের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।