বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ইন্দুরকানীতে উদ্যোক্তা তৈরীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পাড়েরহাট আবাসন এলাকা সংলগ্ন সাসটেইনএবল ডিজিটাল সেন্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী আইসিটি বিভাগের উপজেলা প্রোগ্রাম অফিসার চন্দন রায়। এ সময় বক্তব্য রাখেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, ইউপি সদস্য মোঃ আবুল কালাম ফরাজি, নাজমুন্নাহার, প্রশিক্ষক আলতাফ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা প্রোগ্রামার চন্দন রায় সরকারের ডিজিটাল উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- প্রযুক্তির কল্যাণে মোবাইলের মাধ্যমেই এখন অনেক নারী-পুরুষেরা ঘরে বসেই আয় করছেন। উদ্যোত্তা হওয়া বা ব্যবসা পরিচালনা এখন অনেক সহজতর হয়েছে। সাসটেইনএবল ডিজিটাল সেন্টার (SDC) এর উদ্যোগে রূপসী বাংলা উন্নয়ন সংস্থা প্রত্যান্ত অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে যুব নারী-পুরুষদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হতে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগ।