বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ডিজিটাল উদ্বোধনী মেলা ২০২২ উপলক্ষে র্যালি বের করে।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস -চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানী থানার ওসি মো:এনামুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় মেলায় ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শনী স্টল ঘুরে দেখেন ইউএনও ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে স্টল স্থাপন করা হয়েছে।