শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে এবং মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ইন্দুরকানী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ, কৃষকলীগ,উপজেলা জাতীয় পার্টি- জেপি ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়, ফ্রেন্ডস কিন্ডার গার্ডেন,ইন্দুরকানী প্রেসক্লাব, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য উল্লেখ করে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।