রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিরোজপুরের ইন্দুরকানীতে মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও মাদ্রাসা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার। দেখাযায়, উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের সবগুলোতেই শহীদ মিনার আছে। কিন্তু ১৮টি মাদরাসার কোনটিতেই নেই কোন শহীদ মিনার। অপরদিকে উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে এখনো শহীদ মিনার করা হয়নি। এ বিষয়ে ঐতিহ্যবাহী টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় আমরা সরকারি নির্দেশনায় মাদ্রাসার মাঠে কলা গাছ ও বাশেঁর খুঁটি দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে শিক্ষার্থীদের নিয়ে দিবসগুলো পালন করে আসছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, শহীদ মিনার না থাকা স্কুলগুলোর তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মাদরাসা প্রাঙ্গনে শহীদ মিনার করার জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুনেসা খানম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালী জাতির জন্য অহংকার ও গৌরবের। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো শহীদ মিনার করা হয়নি, অতিদ্রুত শহীদ মিনার নির্মানের ব্যবস্থা গ্রহন করা হবে।