রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে আশ্রায়ণ প্রকল্পের-২ এর আওতায় ৭৪ জন ভূমিহীন পরিবারকে দেয়া হয়েছে জমিসহ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ঘর। ২২ মার্চ সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দুরকানী সহ দেশের ২১১টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এসময় ’এক মা দিল জন্ম আমায় এক মা দিল ঘর’ এই গানটির পিরোজপুর জেলার সাত উপজেলার আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের নিয়ে প্রামান্য চিত্র এবং ইন্দুরকানী উপজেলার আশ্রায়ন প্রকল্পের প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।
এদিকে ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে দিয়ে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার আনোয়ারুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি এনামুল হক, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান শিকদার ও উপকারভোগী মো: আবুল হাসেম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা জেপির আহবায়ক মো: শাহীন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ হাওলাদার,উপজেলা জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম প্রমুখ।
পরে বিভিন্ন ইউনিয়নের ৭৪ জন উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, এ উপজেলায় ৮৪৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবার আশ্রায়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন। এর আগে ৬৩০ জন উপকারভোগীর মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার ৭৪ পরিবারকে ঘরের দলিল হস্তান্তর করা হয়। নির্মানাধীন অবস্থায় থাকায় বাকি আরো ১৪০ জন ভূমিহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।