রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ঈদের পোশাক কিনে না দেওয়ায় পিরোজপুরের ইন্দুরকানীতে সাবিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষীদিয়া গ্রাম এ ঘটনা ঘটে।
সাবিরা আক্তার ওই এলাকার মিরাজ শেখের মেয়ে। সে বাড়ৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হাওলাদার জানান, গতকাল সকালে সাবিরা বাবা-মায়ের কাছে ঈদের পোশাক কেনার জন্য টাকা চেয়েছিল। বাবা-মায়ের কাছে ঈদের পোশাক কিনে দেওয়ার মতো টাকা ছিল না। টাকা না দেওয়ায় ঘরে রাখা কীটনাশক পান করে সাবিরা। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।