রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে কচাঁ,বলেশ্বর নদী ও তৎসংলগ্ন বিভিন্ন খালে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(০৯ মে) সন্ধ্যায় জব্দকৃত জাল গুলে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের পাশে খোলা স্থানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী জানান,দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বলেশ্বর, কচাঁ নদী ও বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে ও খালে স্থাপিত অবৈধ ৬টি বাধাঁ, চরগড়া ৪টি,নেট মশারী ১টি ও ২টি টানা জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মুল্য ৬ লাখ টাকা। তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরের (এম ওফ ও) মো: আইনুল নিশাত, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড ফেসিলেটর সাকিল শেখ, মোঃ হাসান বশির ও ইন্দুরকানী থানা পুলিশের একটি দল।