রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি”শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে দিনব্যাপী’ফ্রি মেডিকেল ক্যাম্প’অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার (২৩ মে) খোলপটুয়া কমিউনিটি ক্লিনিকে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুপুরে উক্ত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নুর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল আমিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত)মোস্তফা কামাল,খোলপটুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো:জাহিদুল ইসলাম,স্বাস্থ্য সহকারী মোঃ রিয়াজ উদ্দিন,মো:দেলোয়ার হোসেন, ফিরোজ কবির,পরিবার কল্যাণ সহকারী মাধুরী রানী প্রমুখ।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বজিৎ ও ডাক্তার আব্দুল কাদের ২ শতাধীকের বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।