বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পিরোজপুরের ভান্ডারিয়ার বিভিন্ন এলাকা। উড়িয়ে নিয়ে গেছে ঘরের টিনের চালা ও বাজারের দোকানপাট।
আজ বুধবার (২৪ মে) সকাল ৫টার দিকে পুরো আকাশ ঢেকে যায় মেঘে। এরপর শুরু হয় প্রচন্ড কালবৈশাখী ঝড়। এতে ভান্ডারিয়া উপজেলার নদমূলা ও চরখালী গ্রামের শতাধিক ঘর গাছের নিচে চাপা পরে। বিসমিল্লাহ চত্বরের বাজার লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় বাজারের দোকানপাটের টিনের চালা।
ঝড়ে প্রায় ২ শতাধিক গাছ উপরে পড়ে গেছে। ক্ষতি হয়েছে কলার ক্ষেত ও পানের বরজের৷ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিরা।
এদিকে ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) ও পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কাজ করছেন বলে জানান কর্মকর্তারা।
এদিকে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর জানান,আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।