বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কয়েক দিনের টানা ভারী বর্ষণে পিরোজপুরের সদর উপজেলার বাদুরা ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে কিছু জায়গায় ধস নেমেছে।
বিষয়টি নজরে এলে সোমবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রিজের সংযোগ সড়কের ভাঙনে বাদুরা প্রান্তের অনেক বাসিন্দাদের ক্ষতির সম্ভবনা থেকে তাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলেন জেলা প্রশাসক।
এছাড়া ব্রিজের পাড়েরহাট প্রান্তে সংযোগ সড়ক ভাঙনের কারণে ইন্দুরকানী উপজেলা প্রশাসন থেকে তৈরি করা আশ্রয়ণ প্রকল্পের ঘরের ক্ষতির সম্ভবনা থাকায় অতি দ্রুত স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের কর্মকর্তাদের এই সংযোগ সড়কটি মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান,ব্রিজের সংযোগ সড়কের দুপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েকদিন ধরে অতি বর্ষণের কারনে সংযোগ সড়কে ধস নেমেছে। এজন্য সড়কের পাশে আশ্রায়ণ প্রকল্পের ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।