শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে জাতীয় পার্টি নেতার দোকান ঘরে বিএনপি নেতার তালা

ইন্দুরকানীতে জাতীয় পার্টি নেতার দোকান ঘরে বিএনপি নেতার তালা

0 Shares

নিজস্ব প্রতিবেদক:
ইন্দুরকানীতে জাতীয় পার্টি নেতার দোকান ঘরে তালা ঝুলিয়েছে স্থানীয় এক বিএনপির নেতা। গত শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ৩ নং বালিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন বাবুলের ৩০ বছর ধরে ভোগ দখলকৃত ভাড়া দেওয়া দোকানটিতে তালা ঝুলিয়েছে ইসমাইল সেপাই নামে স্থানীয় এক বিএনপি নেতা।

জাকির হোসেন বাবুল তার অভিযোগে জানান,
প্রায় ৩০ বছর আগে তার পিতা মহসিন হাওলাদার জীবিত থাকাকালীন চার ভাইকে বালিপাড়া বাজারে অবস্থিত চারটি দোকান ঘর ভাগ করে দেন। সে অনুযায়ী ওই দোকান ঘরগুলো তারা চার ভাই এতদিন ধরে ভাড়া দিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিন যাবত ভাই বোনদের মধ্যে পারিবারিক বিরোধ থাকায় গত শুক্রবার সকালে তার বোন মনিরা বেগ মের জামাই ইসমাইল সেপাই লোকজন নিয়ে বাবুলের ভাড়া দেয়া দোকানটিতে তালা লাগিয়ে দেয়।

বাবুল সাংবাদিকদের আরও জানান দোকান ঘরের পজিশনটি আগে নিজেদের পৈত্রিক সূত্রে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হলেও বর্তমানে এটি সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে।

উক্ত অভিযোগের বিষয়ে ইসমাইল সেপাই জানান,আমার স্ত্রী মনিরা বেগম ওই দোকান ঘরটির দাবিদার। দীর্ঘদিন যাবত আমার শ্যালক বাবুল ঐ দোকান ঘরটি নিজের আয়ত্তে রেখে ভাড়া দিয়ে আসছে।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি জানান, বিষয়টি আমি শুনেছি। এটি মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে দু-একদিনের মধ্যে আমাদের বসার কথা রয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap