বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের বদলি জনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকের যোগদান উপলক্ষে সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এই সংর্বধনা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল চেয়ারম্যান এ্যড.এম মতিউর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, মোঃ রুহুল আমিন বাঘা,ইন্দুরকানী থানার অফিসার ইনর্চাজ মোঃ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন,
উপজেলা কৃষি অফিসার কামরুন নেসা সুমী, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান,সমাজ সেবা অফিসার মশিদুল হক, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার,বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু,
পাড়েরহাট ইউপি চেয়ারম্যার কামরুজ্জামান শাওন,সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরেজান্নাত, সহকারি শিক্ষা অফিসার সৈয়দ আহসান,প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন,ইন্দুরকানি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জে আই লাভলু সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
উলেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়েরর ও বিদায় সংর্বধনা একই সাথে দেয় হয়। উপস্থিত সকলে বিদায়ী নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাফল্য ও উজ্জল ভবিস্যত কামনা করেন এবং সদ্য যোগদান কৃত নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিককে বরণ করে নেন।