রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের ইন্দুরকানীতে মুনসুর আলম স্মৃতি ক্রীড়া একাডেমির আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় চৌরাস্তার মোড়ে মুনসুর আলম স্মৃতি ক্রীড়া একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন গাজী,সহ-সভাপতি মেহেদি হাসান রিপন,সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, আল-আমিন হাওলাদার,প্রচার সম্পাদক বাদশা হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন হাওলাদার,মুনসুর আলম স্মৃতি একাডেমির সভাপতি সানজিদুর রহমান সানজিদ প্রমুখ।
উক্ত একাডেমীর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আলোচনা ও দোয়া শেষে একাডেমির খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।