শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ অপরাহ্ন
মো: শাহাদাত হোসেন বাবু:
পিরোজপুরের ইন্দুরকানীতে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহুল আমিন বাগা,বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি,ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার, ইমাম খাইরুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মশিদুল হক,ইন্দুরকানী থানা পুলিশের এস আই আব্দুল জলিল প্রমুখ।
সভায় বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা।