রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার রিয়াজ শেখের ছুরিকাঘাতে তার স্ত্রী লাইজু আক্তার (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে লাইজুর ভাই মোহাম্মদ নাসির জানিয়েছেন।
নিহত লাইজু আক্তারের ভাই মোহাম্মদ নাসির বলেন, ‘আমার বোন তার স্বামী ৩ সন্তান নিয়ে মাছিমপুর যুব উন্নয়ন অফিস এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। বেশ কিছুদিন ধরে আমার বোনের সাথে তার স্বামীর বনিবনা হচ্ছিল না।
এ নিয়ে পারিবারিক শালিস বৈঠকও হয়েছে।
তিনি আরো বলেন,ঘটনার সময় সন্ধ্যায় দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে লাইজুর পেটে আঘাত করে রিয়াজ পালিয়ে যায়। এরপর স্থানীয়রা লাইজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবির হোসেন বলেন, ‘রিয়াজ শেখ ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করায় লাইজুর মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থল হত্যার আলামত উদ্ধার করার চেষ্টা করছে। হত্যাকারী রিয়াজ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।