শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

পিরোজপুরের ৩টি আসনে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল

পিরোজপুরের ৩টি আসনে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল

0 Shares

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৩ জনের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ. ম. রেজাউল করিম, পিরোজপুর-১ আসনে সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল, পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কানাই লাল বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী, আওয়ামী লীগের আশরাফুর রহমান প্রমুখ।

পিরোজপুর-১ আসনে মনোনয়ন পত্র বাতিল প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন খান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, তৃণমূল বিএনপি’র মো. ইয়ার হোসেন রিপন এবং বাংলাদেশ কংগ্রেসের মো. শাহ আলম।

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি (জাপা)’র মো. খলিলুর রহমান খলিলের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

পিরোজপুর-৩ আসনের খেলাফত আন্দোলনের আব্দুল লতীফ সিরাজী, বাংলাদেশের ওয়াকার্স পাটির প্রশান্ত কুমার হাওলাদার খোকন, স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রাথী মো. শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

পিরোজপুরের ৩টি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap