শনিবার, ২৭ Jul ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত সাত শতাধিক পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ

ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত সাত শতাধিক পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ

0 Shares

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে
সরকারের দেয়া প্রায় ৭ শতাধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে ১০০ জনকে শুকনো খাবার, ১০০টি পরিবারের মাঝে শিশু খাদ্য ও ৫০০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া লোকজনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
শুকনা খাবার, টোস্ট, বিস্কুট, মুড়ি ও খিচুড়ি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী নিজে উপস্থিত থেকে সব জায়গায় ত্রাণ বিতরণ করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার সাহা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউপি সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর, পূর্ব চন্ডিপুর, দক্ষিণ চন্ডিপুর ও পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর, রাস্তাঘাট ও বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap