শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

সাজ সকালে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল নারীর; স্বামী গুরুতর আহত

সাজ সকালে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল নারীর; স্বামী গুরুতর আহত

0 Shares

নিজস্ব প্রতিবেদক:
বাড়ির পাশের বাগানে পড়ে থাকা বৈদ্যুতিক সার্ভিস তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাহিনুর বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহিনুর বেগমের স্বামী মোস্তফা মুন্সী (৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শাহিনুর বেগম মারা যান বলে জানান স্থানীয়রা।
৬ নং খোলপটুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু তালেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোলপটুয়া গ্রামের মোস্তফা মুন্সী আজ সোমবার ভোরে ফজরের নামাজ শেষে নিজ বাড়ির বাগানে যান। এসময় বৈদ্যুতিক লাইনের সার্ভিস তার মাটিতে পড়ে থাকতে দেখে উঠানোর চেষ্টা করেন তিনি। এসময় বিদ্যুতায়িত হন তিনি। পরে তার ডাক চিৎকার শুনে স্ত্রী শাহিনুর বেগম দৌড়ে রক্ষা করতে এসে নিজেও বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির ও আশপাশের লোকজন তাদের দুজনকে উদ্ধার করেন। পরে শাহিনুর বেগম মারা যান এবং তার স্বামী মোস্তফা মুন্সীকে মুমূর্ষ অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সোমবার ভোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খোলপটুয়া গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মোস্তফা মুন্সী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap