রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন
চলছে বাঙালির শোকের মাস, এসেছে বাঙালি জাতিকে, বাংলার মানুষের স্বপ্ন-ভবিষ্যত হত্যা করার মাস, এসেছে ফিরে আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার কালো দিবস ১৫ আগস্ট । করোনা সংক্রমণের কারণে এবার অন্যান্য বারের মতো মাসব্যাপী কর্মসূচি সেভাবে করা যাচ্ছে না । তবুও বঙ্গবন্ধুর অনুসারীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নানা কর্মসূচি পালন করে চলেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা,আনুষ্ঠানিকতা,দোয়া-মাহফিল,সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের সকলের মধ্যে যার যার রাজনৈতিক জীবনে,সামাজিক জীবনে,শিক্ষা জীবনে,ব্যাক্তি জীবনে নিয়মিত চর্চা করার একটা প্রবণতা ব্যাপকভাবে বাস্তবায়িত করার প্রয়োজনীয়তা রয়েছে সর্ব সময়ে, সর্বকালে । সেজন্য বঙ্গবন্ধুকে আরও বেশি বেশি জানা, বোঝার ব্যবস্থা করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, রাজনৈতিকভাবে,পারিবারিকভাবে । বঙ্গবন্ধু চর্চা কেবল একটি মাসের মধ্যে বা দিনের মধ্যে আবদ্ধ রাখলে হবে না । নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আলোয় আলোকিত করতে হবে তবেই দেশ এগিয়ে যাবে একটি আদর্শ,আধুনিক ,কল্যাণ, উন্নত রাষ্ট্রের দিকে ।