রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকায় নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের দাবীতে সাগর আকন (২০) নামে এক জেলেকে অপহরণ করা হয়েছে। অপহৃত সাগর মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া গ্রামের কবির আকনের ছেলে।
ট্রলারে মাঝি নিজাম কাজী জানান, শনিবার রাতে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন ছাইল্লার খাল নামক স্থানে সাইন জাল দিয়ে ইলিশ মাছ ধরতে ছিল। দিবাগত রাত আড়াইটার দিকে ট্রলার যোগে ৭/৮ জনের জলদস্যুর একটি দল তাদের ট্রলারে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৩টি মোবাইল, ১০ লিটার ডিজেল ও কিছু মাছ লুট করে নিয়ে যায়। পরে মুক্তিপণের দাবীতে সাগর আকনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ
মাসুদুজ্জামান জানান, ঘটনাটি শরণখোলা থানার অন্তর্ভূক্ত হওয়ায় সাগরের পরিবারের লোকজনকে শরণখোলা থানায় যোগযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাঈদ জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কেউ অবহিত করেনি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।