মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে কৃষ্ণ কান্ত (৪৫) ও আব্দুল লতিফ মিয়া (৫০) নামে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দুই জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত কৃষ্ণ কান্ত উপজেলার বৈঠাকাটা গ্রামের অনন্ত হালদারের ছেলে ও আব্দুল লতিফ মিয়া একই এলাকার বাসিন্দা।
উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, ওই দিন সকালে উপজেলার বৈঠাকাটা বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাজারে দুই সুতা ব্যবসায়ীর দোকানে অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়। পরে জব্দকৃত ওই সব জালে অগ্নিসংযোগ করে নষ্ট করা হয়।