শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

তোমার ওই দুটি চোখ : রাসেল গাজির কবিতা

তোমার ওই দুটি চোখ : রাসেল গাজির কবিতা

0 Shares

তোমার ওই দুটি চোখ যেন

ঘন সুনিবির কুয়াষা-শীতল অন্ধকার হতে

আরও দুরেÑ পরোপারে, মেঘের ওপারে,

দেবতার অলোকার ঐশ্বর্য-খোচিত অলংকার।

অথবা আমি সঠিক সংঙ্গা জানিনা তোমার।

আলোড়িত চাঁদের পাহার ,

উজ্বল প্রদিপের মত ছলোনার কারাগার!

জোছনার মৃদুহাস্যউজ্বল ঝলোকের মত মেকাপ বিহিন

ওই কপোল তোমার,

মুখের মাধুর্যে তুমি উর্বশী সুন্দর।

অথবা আমি সঠিক সংঙ্গা জানিনা তোমার।

এই শুধু জানি,

আমি এই রুপ খুজিতে ছুটেছি কত যুগ-যুগান্তর ধরে

কতো পথে,

কতো রাজ্যে,

মনে হয় এ হৃদয় মধ্যযুগের কোন সর্ণান্বেষীর চোখ নিয়ে

জন্মে ছিল বহুবার,

এই ক্ষনে সমাপ্তি হলো সন্ধান তার।

মনুষ্য রুপে এই বার মনে হয় জন্ম সার্থক হল,

এই বার তোমারে পেয়েছি অনুভবে।

তব রুপ করপুটে বেঁধে রাখা যাবেনা জেনে

বিলিয়ে শান্তি জনে জনে,

তোমারে পেয়েছি নিরজনে

অন্তরে মনে মনে।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap