রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের স্বরূপকাঠিতে ১৪ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে রিয়াজ ফরাজী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ধর্ষিতার বাবা ফজলুল হক হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুরের সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে অলংকারকাঠি গ্রামের ওই শিশু বাড়ীর বাগানে পেয়ারা পারতে যায়। এ সময় প্রতিবেশি মিলন ফরাজির ছেলে রিয়াজ ফরাজী জোর করে পার্শবর্তী পানের বরর্জে মধ্যে নিয়ে তাকে ধর্ষন করে। এ সময় ধর্ষিতা ডাক চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।