শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

সাংবাদিক শিরিনা আফরোজের অসাধারণ একটি কবিতা

সাংবাদিক শিরিনা আফরোজের অসাধারণ একটি কবিতা

0 Shares
‘ছিন্ন মায়াজাল ‘
শব্দহীন বালুময় প্রান্তরে
কে একা বসে আঁকে জীবনের জলছবি
আমি তাঁর হাতে তুলে দিতে চাই
আমার যা আছে তার সবই।
বহু পথ হেটে হেটে ক্লান্তিতে গেছে কেটে
জীবনের স্বর্নালী বহু দিন।
গোধুলী বেলায় অভিমান অবহেলায়
বাঁচিবার আশাও আজ ক্ষীন।
সম্মুখে দেখি শুধু তারে
অবহেলা করেছি যারে
সেই আজ মহামূল্য কবি
কোনদিন যে করেনি ছল
চায়নি যে তৃষ্ণার জল
কোনদিন চায়নি যে কিছু
নেয়নি যে অহেতুক পিছু
ইষান কোনে তারেই আজ মনে হয়
পুব আকাশের নতুন ওঠা রবি।
মানুষ অথবা পুরুষ কিম্বা দেবতার
পরোয়া করেনি যে কোন কালে
আজ কিনা সেই কারো বিরহে
সিক্ত হয় অশ্রু জলে!
কার লাগি প্রতিক্ষার প্রহর
কেটে যায় দিবা নিশি?
তন্দ্রার ঘোরে শুনি
কার মোহোনিয়া বাঁশি?
তবে কি আজ শূন্য থালা মোর
তবে কি রাত ফুরাবেনা
আসবেনা নতুন ভোর?
বিরান মাঠে একা বসে থাকা
শিল্পীর রঙ তুলিতে স্বপ্ন আশা কিছু নাই
বিয়াল্লিশ বছর কেটে গেছে কেবল বৃথাই
তবে আজ তাই হোক
আর নয় অনুতাপ, নয় কোন শোক
নাম গোত্র পরিচয় হীন
আমি এক নতুন কবি
শুধু কলমটাই রইলো একান্ত আমার
আর সবকিছু মুলতবি।
ভালো থেকো পুরুষ, ভালো থেকো মানুষ
ভালো থেকো ছবিয়াল
আমি আজ একা আমার পথে
ছিন্ন মায়াজাল………!!





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap