মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ভোট চোর ও ত্রান চোরদের প্রতিহত করতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে ভোট ও ত্রান চোরদের স্থান হতে পারে না। এ সব চোরদের প্রতিহত করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। তাই দেশের সকল মানুষকে আহ্বানে জানাবো দলমত নির্বিশেষে এসব ভোট চোর ও ত্রান চোরদের প্রতিহত করতে এগিয়ে আসুন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ উদ্যোগে ও অর্থায়নে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ত্রান বিতরন কালে এসব কথা বলেন।
করোনা ও গত কয়েকদিনের অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ অসহায়দের খাদ্য সামগ্রী হিসাবে তিনি চাল, ডাল, তেল ও মাছ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহসভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা জাসাস সভাপতি মো. জাহিদুল ইসলাম স্বেচ্ছা সেবক দলের মো. তৌহিদুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।