বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের পক্ষ থেকে রবিবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপি স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের মুক্তিযোদ্ধা সড়ক চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বরূপকাঠি উপজেলা কমান্ডের প্রশাসক ও ইউএনও মো. মোশারেফ হোসেন, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী কমান্ডার মো. ফজলুল হক, মো. জহিরুল হক, সন্তান কমান্ডের পক্ষে প্রভাষক জাহীদ হোসেন বক্তৃতা করেন। বক্তারা ওই জঘন্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকল ধরনের প্রতিবন্ধতা প্রতিহত করার আহ্বান জানান হয়।