বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
এতো কথা,এতো দেখা..!!
তবুও হলোনা বলা,আসল কথাটাই..!
অনেক দেখা হবে,অনেক কথা হবে,
রয়ে যাবে আসল ভাবনাটাই..!
একা একা পথ পার,বেশি বলে হারাবার..!
ভয় নিয়ে পথ চলা,
একটু থেমে গিয়ে বলে কি দরকার..!!
সহজেই দিন হয়,সহজেই রাত আসে..
অফুরন্ত ভাবনায় হাজারো চিন্তা বসে…!
স্বপ্নের কথা গুলো,স্বপ্নে সাজিয়ে,
হৃদয়ের কিনারাতে স্মৃতির গান বাজিয়ে..!
থেমে গেলে মন জোয়ার..
স্বপ্নরা অবরুদ্ধু হবে,জীবনের হবে হার..!
কবি:এম রহমান রানা