বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
চোখ যায় যত দূর,
দেখা যায় তার চেয়েও অনেক কম..!
ভাবনা হয় যত খানি প্রকাশ পায়,
তার চেয়েও অনেক কম…!
যত খানি বলতে ইচ্ছে হয়,
আবেগ প্রকাশ একে বারেই সামান্য…!
পাওয়া এবং হারানো,
বর্তমান এবং অতীত..!
একটু আগে এবং একটু পরের ব্যাপার মাত্র..!
যন্ত্রনা এবং সুখ,
জোর করে আসে এবং কষ্ট করে রাখে…!
কবি:এম রহমান রানা..