সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
নাজিরপুর প্রতিনিধি:
পিরোজপুর-১ আসনের এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মাতা মাজেদা বেগমের (৭৩) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাজেদা বেগম।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বছরের এপ্রিল মাসে মারা যান প্রণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা আব্দুল খালেক।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এছাড়া আরো শোক প্রকাশ করেছে পিরোজপুর ও নাজিরপুর ও ইন্দুরকানী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।