মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:২৬ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহাবুব পঞ্চায়েত (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তুষখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহাবুব উপজেলার সদর ইউনিয়নের বহেরাতলা উত্তর মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে।
পুলিশ জানায়,শুক্রবার সকালে তুষখালী বাস স্ট্যান্ডে মাদকের বড় একটি চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মাহাবুবের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল শনিবাার তাকে আদালতে সোপর্দ করা হবে।