রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ন
চিঠি লিখে মনের কথা,
তোমায় যখন বলতাম..
তোমার পথে নিত্যদিন,
মনের সুখে চলতাম..!
কতই ভাল লাগতো,
কতই সুখ জাগতো..
তোমার মুখের একটু হাসি,
মনকে দিত জ্যোৎস্নায় ভাসি,
লাগতো কত মধুর..
একটা দিন না দেখলে,
দু:খে-কষ্টে বেদুর..!
যৌবনের প্রথম বেলা,
প্রেমের আভা মধুর খেলা,
লাগতো কত বেস,
এই বেলাতে আজও ভাবি,
ঐ সময়ের রেস..
কত মায়া বুনো ফুলে,
নিজ গ্রামের কদম তলে..
বকুল ফুলের মালা গেথে,
দাড়িয়ে থেকে,হাঁটার পথে…
শুখনো মালার অশেষ ঘ্রাণে,
মৌ-মৌ গন্ধ প্রানে.. লুকিয়ে দিতাম পত্র ফুল,
তোমার হাঁটার সাথে..
আমি আজও যুবক ভাবি,
গল্প কথায় একই সবই..
বয়স নিয়েছে ইচ্ছে তবে,
ভাবনার দো’কূল পাঠ..
এক পাটেতে আমি হেঁটে,
খুঁজছি জীবন হাঁট..
জীবন খানি কেমন গেলো,
ভাবলে শুধুই স্মৃতি,
মনের কোণে আজও ভাসে,
যৌবন বেলার প্রীতি..!!
কবি:এম রহমান রানা