মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
||জোৎস্না দুপুর||
জোৎস্না যখন আকাশ ভরায়,পৃথীবিটা হাসে..!!
জোৎস্না যখন দূর চলে যায়,অন্ধকারের গ্রাসে..!!
মায়ায় বেঁধে যত্নে রেখে,তারায় ভরে বুক..!
দূর আকাশের ঠিকানায় তাকিয়ে পায় সুখ..!
প্রেমের তুলি রং করে যায়,চাঁদের উপমায়..!
তাঁরার খেলা,জলজলিয়ে প্রেমের আঙিনায়..!
নীল বুকেতে চাঁদটি এসে,থাকে সে যে কষ্ট করে..!
মিটমিটিয়ে তাঁরার মায়ায় জোৎস্না রাখে চিহ্ন ধরে..!
প্রেমের উঠন এই জগতে হাস্য রসের খেলা..!
এখন যে জন ভর যৌবনা,বৃদ্ধ সন্ধ্যা বেলা..!
কবি:এম রহমান রানা