শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়া শহরের থানাপাড়া-বহেরাতলা প্রধান বেহাল সড়ক ৩০ ফুট চওড়া করণ ও দ্রæত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বনিক সমিতি, সাংস্কৃতি কর্মী, পাঠাগার আন্দোলন কর্মীসহ ভূক্তভোগী পৌরবাসিরা অংশ নেন।
শেষে শহীদ মিনার সম্মূখ সড়কে সমাবেশে প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ উল হক, বনিক সমিতির সভাপতি সামসুল আলম,অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মোল্লা, শিক্ষক রনজিৎ চন্দ্র শিল, সাবেক যুবলীগ নেতা সাকিল আহম্মেদ নওরোজ, প্রভাষক জুলহাস সাহিন, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার প্রধান সড়ক থানাপাড়া-বহেরাতলা দেড় কিলো মিটার জুড়ে গত ১৫ বছর ধরে চরম বেহাল অবস্থা বিরাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন এ সড়কে নকশায় ৩৬ ফুট হলে দুই পাশে নানা স্থাপনা গড়ে সড়কে জমি বেদখল হওয়ায় সড়কটি অপ্রশস্ত হয়ে পড়েছে। এছাড়া সড়কের দুই পাশে কোনও ফুটপাত না থাকায় পথচারিরা ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্তমানে সড়কে শত শত খানাখন্দ ও জলকাদায় পরিপূর্ণ অবস্থা বিরাজ করায় পৌরবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছেন।