মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক:
পিরোজপুরের স্বরূপকাঠি প্রেসক্লাবে মো. নজরুল ইসলাম (সমকাল) সভাপতি ও একে আজাদকে (ভোরের কাগজ, সিএনএন বাংলা) সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভায় সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো. হালিমুর রহমান শাহীন (ইত্তেফাক), মো. হযরত আলী হিরু (মোহনা টিভি ও কালের কন্ঠ), যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), মো. রুহুল আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক ধীরেন হালদার (সংবাদ), সাংগঠনিক সম্পাদক- আনোয়ার হোসেন (দৈনিক সুন্দরবন), দফতর সম্পাদক মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব,পিরোজপুর কন্ঠ), প্রচার সম্পাদক- জাহীদ হোসেন (সংবাদ দিগন্ত), ক্রীড়া সম্পাদক-রুহুল আমিন (ভোরের ডাক), সাংস্কৃতিক সম্পাদক- রবিন দাস (গ্রামের সমাজ), সদস্য- একেএম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), মো.আতিকুল ইসলাম লিটু (নয়াদিগন্ত), মো. আসাদুজ্জামান (আজকের পরিবর্তন), মো. মনির হোসেন (আজকের বার্তা), এস আর রাজু (ভোরের দর্পন), মো. রিয়াজ মাহমুদ (আমাদের নতুন সময়), মাসুদুল আলম অপু (জনবানী), মো. তুহীন আহসান (একাত্তর বাংলা), মিজানুর রহমান (এস টিভি বাংলা ও তৃতীয় মাত্রা)। এছাড়াও মাসূম আহম্মেদ,এমএস বাবুল,নার্গিস জাহানকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে।