মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
||নীল কন্ঠস্বর||
আবেগ ছিলো কবিতায়,
যখন কবিতারা ধরে ছিলো বাহু..!!
নিমিষেই চিৎকার, নিমিষেই ঝাকুনি…
আমি সেই, পারছি কই..?
ছুঁয়ে দিতে স্পর্শ তাদের..
আমি চাইলেও ক্লান্তি থামিয়ে দেয়..!!
রঙিন পাখনায়, আসেনা অতিথি পাখির কলরব..!!
আবেদনে লুটিয়ে পরছেনা শীতের শিউলি..!
আকুতির মিষ্ট সুর,শব্দে পরিণত হয়না..!
থেমে যায়, হঠাৎ হঠাৎ কণ্ঠস্বর..!
সংগীতে মুখর হয়না,
বন্ধুকে শুনানো, মনসংগীতের আহবান..!!
চোখ দুটো নিমিষেই থেমে যায়না..!
রঙীন পোষাকের ঝালরে,উৎফুল্ল হয়না..!
বসন্তের কোন বাহারি ফুলের শোভায়..
বৃষ্টির রিম-ঝিম দোলায় শিহরিত নই..!
নূপুরের শব্দে, পুলকিত নই..!
এই বেলার ভাবনায়, ডেকে যায় বার-বার..
আয় তুই আয়..!
শুধু সমাপ্তির অপেক্ষায় ভাল থাকা,
আমার বিশ্বাসে..!!
কবি:এম রহমান রানা..