রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন
ভাসুর আমার প্রেমে পড়ে
দেবর হয়েছে
আহা কী যে ভাগ্য আমার
প্রেমিক জুটেছে!
ভাসুর যদি দেবর সাজে
কার না ভালো লাগে!
সাগর সেচে মুক্তা দিতে
সবারই সাধ জাগে।
আদর দেবো দেবর তোমায়
দেবো ফুলের মালা
দোহাই লাগে ছেড়ে গিয়ে
বাড়াইও না জ্বালা।
কবি নিজাম উদ্দীন মুন্সী