শনিবার, ২৭ Jul ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

বাস্তবধর্মী কবি এম রহমান রানা ।। কবিতা ।।

বাস্তবধর্মী কবি এম রহমান রানা ।। কবিতা ।।

0 Shares

আগ্রহের উচ্চ রস, কমতি হলো বুঝি।
অনুভূতির মাস্তুল করলে, ভিন্ন দিক।
কম্পন হলো, নষ্ট তাই, অন্তর চক্ষু, কতদূর বা দেখে।
দিকভূল কি শুদ্ধ, বুঝবার আগ্রহ নেই আজ।
খুবই অনুভব করি, এই বুঝি হলো কথা,
আবার নেই তুমি বাস্তবে।

ঠিক আছে, ধর্ণা ধরে বসে আছি, তোমার জন্য।
আজ না হয় কাল, ঠিকই আসবে,
হয়তো সঠিক, হয়তো ভূল।
দেখিনা বিশ্বাস, কতখানি সঠিক হয়।

বাস্তবতা, নিরুপণ ও সংরক্ষণ, খুবই কঠিন।
তবুও ইচ্ছা, আর অনিচ্ছা পূরণ হোক, তোমার ইচ্ছের আদলে।
আমি আমার অবস্থানে একই রকম।
এলে ঠিকই পাবে। আর ফিরে না এলে,
স্বপ্ন ভেবে, চলতে থাকবে, বাস্তবতা, আর আমার জীবন।।

কবি এম রহমান রানা।।





প্রয়োজনে : ০১৭১১-১৩৪৩৫৫
Design By MrHostBD
Copy link
Powered by Social Snap