বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
আমি ফিরে গেলেও,
বয়স তো আর ফিরে যাবে না।
তাই বাধ্য থেকে যেতে পুরাতন ঠিকানায়।।
তুমি তোমাতেই বিশ্বাসী,
তোমাকে ব্যর্থতার দায় নিতে হবে,
নিজে আস্থায়, বিশ্বাসী তাই
পরাজয় একান্ত তোমার।।
গুনে রাখা অর্থ আর মেনে চলা স্বার্থ,
দুটোই শেষ হতে সময় নেয় না।।
কবি এম রহমান রানা
১১/১১/২০২০