রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ অপরাহ্ন
একদম
এক সময় বিপরীত লিঙ্গের প্রতি
অজস্র আগ্রহ ছিল।
প্রেমের পোকারা জ্বালাতন করতো মুহূর্তেই।
দিন রাত্রির স্বপ্নের হাতল ভেঙে, স্লোগান দিত, প্রেম।
আমি পরাজিত হলাম, সময়ের কাছে,
আফসোস আজ তারা একদম ক্লান্ত ও বিপদে।
ডাকলেও মুখ ফিরে তাকায় না।
একদম ভিনগ্রহের বাসিন্দা
আমি কে গো, হজম করা কি শিখে গেছি
বেঁচে থাকার জন্য।।
কবি এম রহমান রানা
১৩/১১/২০২০