রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
।। তিন দশকের যৌবন ।।
তিন দশকের যৌবনে
ভূল আর শুদ্ধের সবটা তোমার।
তুমি কাঁদলে ও, অশ্রু ফোটার অমূল্যতার তরে প্রকৃতি;
তুমি হাসলে, দুরন্ত যৌবনা, প্রকৃতিরা দোল খায়।
তুমি হাঁটলে, আকাশ বাতাস বৃক্ষরাজিরা উম্মাদ।
নদী সাগর, সমস্ত জলরাশি তোমার জন্য।
তোমার আহবান, তোমার চিৎকার
ঘুম ভাঙিয়ে দেয়- অনেকের।
দুরন্তপনা আর শ্রমের ঘাম
দামি পারফিউমের চেয়ে আকৃষ্ট,
শ্রেষ্টতা, এ আদ্দী, মাত্র তিনটি দশক।
বিশ, ত্রিশের মানুষেরা একদম যুদ্ধে জেতা সৈনিক
ত্রিশ, চল্লিশের মানুষেরা নারীদের প্রিয়জন,
চল্লিশ, পঞ্চাশের পুরুষেরা সন্তানের দাবির মুখে ক্লান্ত।
বাকি সব বয়স শুধু বিদায়ের জন্য।।
কবি এম রহমান রানা
১৩/১১/২০২০