রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
ইন্দুরকানী বার্তা ডেস্ক: কাউখালীতে আজ শুক্রবার স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩০ জনকে ৯৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আলাদা আলাদা ভাবে উপজেলার প্রধান প্রধান সড়ক, উত্তর বাজার,দক্ষিণ বাজার,আশ্রম গেট সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি। এ সময় তারা করোনার প্রদুর্ভাব থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য শতভাগ মানুষকে মাক্স ব্যবহার নিশ্চিত করার জন্য এই অভিযান পরিচালনা করেছে বলে জানান। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেন প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করা এবং সংক্রামন রোধ করার জন্য সকলকে মাক্স ব্যবহারে সচেতন করেন।